মহাকাল সাক্ষী,
আমি ঘুরেছি বেদুইনদের সাথে,
লেভান্ট ও মেসোপটেমিয়ার পথে পথে।
ঘুরেছি ভেটিকানের দেয়ালঘেরা শহরে।
কিন্তু যে কথা আমি কাউকে বলতে পারিনি,
আমি তা সহসাই বলে দিতে পারি,
তোমার চোখের দিকে তাকিয়ে।
যে চোখে অশ্রু গড়িয়েছিল বলে,
আমি চলে গিয়েছিলাম দ্বিতীয় বিশ্ব যুদ্ধে।
যে চোখের কাজলে জল ছুঁয়েছিল বলে,
আমি হয়েছিলাম কোনো ক্লান্তিহীন উন্মাদ!
যে চোখে ঘুম ছিল না বলে,
আমি জেগে ছিলাম হাজার হাজার বছর।
মহাকাল সাক্ষী,
যে কথা আমি কাউকে বলতে পারিনি,
আমি তা সহসাই বলে দিতে পারি,
তোমার চোখের দিকে তাকিয়ে।